Skip to content

বাংলা শস্য বীমা যোজনা ২০২২ | Bangla Shasya Bima Yojna in Bengali 2022 | BSB

Bangla Shosyo Bima Yojna | বাংলা শস্য বীমা | West Bengal crop insurance scheme | BSB, Bangla Shosyo Bima Yojna in bengali | Apply Online Bangla Shosyo Bima Yojna 2022 | Bangla Shosyo Bima Form Download |  বাংলা শস্য বীমা যোজনা ফর্ম

পশ্চিমবঙ্গ প্রধানত কৃষিপ্রধান রাজ্য, বাংলার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবনধারণ করেন। বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও কীটপতঙ্গের আক্রমণ ইত্যাদি কারণে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। চাষীদের কৃষিকাজে উৎসাহ দিতে ও ফলনের আর্থিক ক্ষতির মোকাবিলা করতে পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা যোজনা চালু করেছে। এই স্কিমে সম্পূর্ণ প্রিমিয়ামের পরিমাণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদান করবে।

এই লেখাতে বাংলা শস্য বীমা যোজনা সম্পর্কে সব তথ্য় বিস্তারিত ভাবে আমরা পেশ করছি। এতে আপনারা জানতে পারবেন কী ভাবে এই বীমার জন্য আবেদন করবেন, আপনারা এই বীমার থেকে কী কী সুবিধা পেতে পারবেন বা এই বাংলা শস্য বীমা যোজনা সুবিধা পেতে গেলে আপনার কী যোগ্যতা থাকা দরকার। তাই পুরো লেখনীটি মন দিয়ে পড়তে আমরা অনুরোধ করছি।

Table of Contents

বাংলা শস্য বীমার উদ্দেশ্য

বাংলার কৃষকদের ফসল নষ্ট হয়ে গেলে তাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার  বাংলা শস্য বীমা যোজনা নামে একটা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় সরকার কৃষকদের ফসলের প্রিমিয়াম প্রদান করবে। কোন প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে গেলে তার ক্ষতিপূরণের উদ্দেশ্যে এই বীমার প্রচলন করেছে সরকার।

পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা যোজনা এর বৈশিষ্ট্য

  • পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা যোজনা হল সরকার কর্তৃক উপস্থাপিত একটি শস্য বীমা প্রকল্প।
  • বীমাটি ভারতের কৃষি বীমা কোম্পানি প্রদান করবে
  • দার্জিলিং, কালিম্পং, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মালদা, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের অনেকগুলি জেলা এই প্রকল্পের আওতায় রয়েছে।
  • এই স্কিমে সম্পূর্ণ প্রিমিয়ামের পরিমাণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদান করবে।
  • বীমার পরিমাণ হেক্টর ভিত্তিতে গণনা করা হবে।
  • প্রিমিয়াম বোনাসটি 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে দেওয়া হবে, আর্থিক ফলাফলের বিশ্লেষণ এবং স্কিম বাস্তবায়নের 1ম বছরের শেষে কৃষকদের উত্তরের সাপেক্ষে।
  • রবি মরসুমে বোরো ধান, গম, মুসুর, সরিষা, তিল, চীনাবাদাম- এই শস্যগুলি বীমার প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ পশ্চিমবঙ্গ সরকার পরিবহন করছে বা করে থাকে।
  • কেসিসি (Kisan Credit Card) থাকলে লোন এবং শস্য বীমা দুটির জন্য আবেদন করতে সহজ হবে। তবে নতুন নির্দেশিকা অনুসারে কেসিসি না থাকলেও এই বীমা আবেদন করা যাবে।
  • শুধুমাত্র আলু এবং আখ এই দুটি বাণিজ্যিক ফসলের জন্য কৃষককে সর্বাধিক ৪.৯৫% প্রিমিয়াম জমা দিতে হবে। অবশিষ্ট প্রিমিয়াম রাজ্য সরকার বহন করবে।

বাংলা শস্য বীমা প্রকল্পের আওতার মধ্যে আছে নিম্নলিখিত ফসলগুলি

  • আউশ ধান
  • আমন ধান
  • বোরো ধান
  • আলু
  • গম
  • কলাই
  • ডাল
  • সরষে
  • খেসারী
  • ভুট্টা, মুগ
  • তিল
  • চীনাবাদাম
  • আখ

বাংলা শস্য বীমা প্রকল্প আবেদনের জন্য কি কি শর্ত প্রয়োজন:

• পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাই কেবলমাত্র আবেদন করতে পারবেন
• এই স্কিমের অধীনে আপনি যেমন আপনার জমিতে করা কৃষির বীমা পেতে পারেন ঠিক তেমন করে ভাগচাষী অথবা জমি ভাড়া নিয়ে যে চাষী চাষ করে থাকেন তারাও এই শস্যবীমা প্রকল্পের সুবিধা পাবেন।
• আবেদনকারী পুরুষ বা মহিলা হতে পারেন তবে তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
• রাজ্যের সেই সব কৃষকরা যারা আগে থেকে কোনো বীমা প্রকল্পের সুবিধা নিচ্ছেন না, তারা এই প্রকল্পের আওতায় যোগ্য বলে বিবেচিত হবেন।

বাংলা শস্য বীমায় বিভিন্ন অপ্রতিরোধ্য বিপদের কারণে হওয়া ফলনের ক্ষতিপূরণের জন্য বীমা প্রদান করা হয়, যেমন:

  • রোপণের সময় ক্ষতিগ্রস্থ হওয়ার জন্য
  • ক্ষেতে ফসল পড়ে থাকা অবস্থায় কাটা-পরবর্তী সময়ে এই ক্ষতি হয়েছে
  • প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে।
  • চাষের সময় লোকসান হয়েছে

BSB এর জন্য প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাংক পাসবই-এর জেরক্স সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
  • যদি আপনার নিজের জমি হয় তাহলে খতিয়ানের পড়চা (সাম্প্রতিকতম) বা পাট্টা বা দলিলের নকল
  • ভাগচাষী বা যাদের নিজের নামে জমি নেই তাদের জমি চাষের অধিকার সংক্রান্ত সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট কেবলমাত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান দিতে পারবেন।
  • সহ কৃষি অধিকর্তা(আপনার ব্লকের) বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপনের শংসাপত্র।

বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার কিছু গুরুত্বপূর্ণ তারিখ

ফসলশেষ তারিখ
রবি ফসল যেমন আলু, গম, কলাই, ডাল, সরষে, খেসারী প্রভৃতি15 ই জানুয়ারি, 2022
বোরো ধান20 শে ফেব্রুয়ারী 2022
গ্রীষ্মকালীন ফসল যেমন মুগ, আখ, চীনাবাদাম, ভুট্টা, তিল প্রভৃতি15 ই মার্চ 2022
বাংলা শস্য বীমা প্রকল্পে তালিকাভুক্তির শেষ তারিখ

How to apply for Bangla Shasyo Bima | কিভাবে বাংলা শস্য বীমার জন্য আবেদন করবেন?

Steps to apply Bangla Shasyo Bima Yojna offline | অফলাইনে বাংলা শস্য বীমার আবেদন করার প্রতেকটি স্টেপ দেখুন :

  1. আপনার নিকটস্থ কৃষি দপ্তর অফিসে যান এবং আবেদন করার ফর্মটি সংগ্রহ করুন।
  2. আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদির মতো আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য লিখুন।
  3. আপনার কিষান ক্রেডিট কার্ড আছে কিনা, কৃষকবন্ধু আইডি, বীমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ এবং আপনার ব্যাংকের ডিটেলস দিন।
  4. সমস্ত তথ্য় দেওয়া হলে আপনি সই করুন ও একজন সাক্ষীকে দিয়ে সই করান।
  5. আবেদনপত্রের সাথে সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংযুক্ত করুন।
  6. এরপর আবেদনপত্রটি দুয়ারে সরকার ক্যাম্পে/ গ্রাম পঞ্চায়েত/ কিষাণ মান্ডি/ ব্লক অফিসে জমা করুন।
  7. আপনাকে এরপর প্রাপ্তিস্বীকার রসিদ দেওয়া হবে। প্রাপ্তিস্বীকার রসিদটি আপনার ভবিষ্যত ব্যবহারের জন্য সযত্নে রাখুন। এতে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরের সাহায্য়ে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন।

Steps to register in BSB portal online | অনলাইনে BSB পোর্টালে কারা রেজিস্টার করতে পারেন স্টেপ বাই স্টেপ দেখুন

  1. অফিসিয়াল ওয়েবসাইট খুলুন
বাংলা শস্য বীমা যোজনা ২০২২ | Bangla Shasya Bima Yojna in Bengali 2022 | BSB homepage

2. উপরে ডানদিকে Register-এ ক্লিক করুন
3. এরপর রেজিস্ট্রেশন ফর্মটি আপনি দেখতে পাবেন।

বাংলা শস্য বীমা যোজনা ২০২২ | Bangla Shasya Bima Yojna in Bengali 2022 | BSB register new user

4. Stakeholder অপশনে ক্লিক করলে দেখা যাবে admin, Bank, Government, Government (BAE & S) এবং Insurance অপশন পাব আমরা, তাই এখানে কৃষকরা নিজে থেকে রেজিস্টার করতে পারবেন না। এটি গভর্নমেন্ট এবং কৃষকের মধ্যে মধ্যস্থতাকারী যিনি আছেন, তিনি রেজিস্টার অপশনটি বাবহার করে কৃষককে রেজিস্টার করাতে পারবেন।

বাংলা শস্য বীমা প্রকল্পের প্রিমিয়াম গননা

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট খুলুন।
  • এরপর 2 নম্বর ব্লক Insurance Calculator অপশনে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ আপনার সামনে খুলবে।
  • আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য লিখুন আর প্রিমিয়াম দেখুন।
বাংলা শস্য বীমা যোজনা ২০২২ | Bangla Shasya Bima Yojna in Bengali 2022 | BSB premium calculation

শস্য বীমা প্রকল্পের কিভাবে ফসলের ক্ষতি রিপোর্ট করবেন? | How to report crop loss in Bangla Sashya Bima?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট খুলুন।
  • এরপর 3 নম্বর ব্লক Report Crop Loss অপশনে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ আপনার সামনে খুলবে।
  • এই পেজে বছর অনুযায়ী খারিফ ও রবি শস্যের ক্ষতির রিপোর্টের জন্য বীমা কোম্পানি ও তাদের টোল-ফ্রি নম্বর, অফিসিয়াল ইমেল সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পাবেন।
  • ফসলের ক্ষতির জন্য সংশ্লিষ্ট বীমা কোম্পানীকে টোল-ফ্রি নম্বরে ফোন করে বা তাদের অফিসিয়াল ইমেলে মেল করতে পারেন।
  • নিচে লাল রঙের Close অপশনে ক্লিক করে হোমপেজে ফিরে যান।
বাংলা শস্য বীমা যোজনা ২০২২ | Bangla Shasya Bima Yojna in Bengali 2022 | BSB report crop loss

বাংলা শস্য বীমা হেল্পলাইন নম্বর ও ইমেল | Bangla Shasya Bima Helpine Number and email

18005720258 (টোল ফ্রি) [10:00 A.M.- 6:00 P.M.]
ইমেইল: ro.kolkata@aicofindia.com

জেলাভিত্তিক বীমা কোম্পানির যোগাযোগ:

DistrictMobile No
আলিপুরদুয়ার8016954775
বাঁকুড়া8116242718
বীরভূম9800900458
কুচবিহার6295875911
দক্ষিণ দিনাজপুর7908067906
দার্জিলিং8927269866
হুগলি8170067491
হাওড়া9433424430
জলপাইগুড়ি9641803213
ঝাড়গ্রাম7001208929
কালিম্পং9007967066
মালদা9475981560
মুর্শিদাবাদ9851329984
নদীয়া9007923419
উত্তর ২৪ পরগনা9330321002
পশ্চিম বর্ধমান9007721356
পশ্চিম মেদিনীপুর9735455273
পূর্ব বর্ধমান8900509245
পূর্ব মেদিনীপুর8926018148
পুরুলিয়া7501303836
দক্ষিণ ২৪ পরগনা6290884254
উত্তর দিনাজপুর7003582175

বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনের স্ট্যাটাস কিভাবে দেখবেন

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট খুলুন।
  • এরপর 4 নম্বর ব্লক Application Status অপশনে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ আপনার সামনে খুলবে।
  • নিজের Application Status দিয়ে Search অপশনে ক্লিক করুন।

কিভাবে কৃষক জানতে পারবেন যে তার ফসল, বীমার আওতায় আছে কী না?

কৃষক যদি ফসল বীমার জন্য আবেদন করে থাকেন, তাহলে তিনি বিএসবি পোর্টালে (https://banglashasyabima.net/) গিয়ে, Farmer Corner এ তার ভোটার কার্ড নম্বর প্রদান করে, তার ফসলের বিবরণ দেখতে পারেন।

কীভাবে আপনার ফসল বীমার সার্টিফিকেট ডাউনলোড করবেন?

বিএসবি পোর্টালে (https://banglashasyabima.net/) গিয়ে, Farmer Corner এ ভোটার কার্ড নম্বর প্রদান করে, আপনি আপনার ফসল বীমার সার্টিফিকেট ডাউনলোড করবেন।

কৃষক কী নিজে থেকে বি এস বি পোর্টালে রেজিস্টার করতে পারবেন?

না। কৃষক নিজে থেকে বি এস বি পোর্টালে রেজিস্টার করতে পারবেন না। গভর্নমেন্ট এবং কৃষকের মধ্যে মধ্যস্থতাকারী যিনি আছেন, তিনি কৃষককে রেজিস্টার করাতে পারবেন।

কৃষক তার ফসলের ক্ষতির তথ্য কোথায় জানাবেন?

কৃষক তার ফসলের ক্ষতির কথা অনলাইনে, বীমা কোম্পানির টোল ফ্রি নম্বর এর মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমেও জানাতে পারেন। ফসল ক্ষতির কথা ব্লকের সরকারি কৃষি আধিকারিককেও জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Who is Draupadi Murmu ? Next President of India ? Hyundai Ioniq 6 electric vehicle launched, beats Tesla All about Amazon Prime Day 2022 The Umbrella Academy Season 3 streaming on Netflix Rapper Lil Tjay in Surgery Post Shooting Today’s Horoscope: June 18, 2022 Coinbase Lays Off 1100 Employees Kim Kardashian Ruined Marilyn Monroe’s Iconic Dress Yellowstone Mountain Renamed Upcoming Xbox One games in June and July 2022